বাঁকুড়া, 17 ফেব্রুয়ারি: বাঁকুড়ার সভা থেকে থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Bankura)৷ তাঁর অভিযোগ, বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার (Mamata Lambasts Centre Again)৷ এ দিনের সভায় তিনি ছুঁয়ে গিয়েছেন আদানি থেকে শুরু করে ডিএ প্রসঙ্গ ৷
শুক্রবার বাঁকুড়ায় বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই উপলক্ষে আয়োজিত সভায় এ দিন তিনি ফের কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন ৷ তিনি বলেন, বাঁকুড়া থেকেই বিজেপির বেশি প্রতিনিধি ৷ অথচ বাঁকুড়াকে বিজেপি কিছুই দেয়নি ৷ তারা শুধু ভোটের সময় আসে কোকিলের মতো ৷ ভোট হয়ে হয়ে গেলে তারা আবার চলে যায় বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রকে নিশানা করে তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে মা-মেয়েকে পুড়িয়ে মেরেছে ৷ সেখানে কেন্দ্রীয় দল যায়নি ৷ বিজেপি রাজ্যকে ভাতে মারতে চাইছে ৷ বাংলার মানুষ ভিক্ষা নয়, অধিকার চায় ৷
রাজ্য বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের আরও 3 শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেই নিয়ে অসন্তোষ আরও তীব্র হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ৷ সেই ক্ষোভ প্রশমনের উদ্দেশে মমতা এ দিন বলেন, "কেন্দ্র শুধু রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে সেই টাকা আর দেয় না ৷ কেন্দ্রের বঞ্চনা সত্বেও 3 শতাংশ ডিএ দিয়েছি ৷ কেন্দ্রীয় সরকার শুধু আদার ব্যাপারীদের টাকা দেবে ৷ আমি তো আর ম্যাজিশিয়ানের মতো টাকা দিতে পারি না ৷ দিল্লির সরকার খাদ্যের জন্যও টাকা কেটে নিচ্ছে ৷"