পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রিপাক্ষিক বৈঠকে কাটেনি জট, বড়জোড়ায় অবস্থান বিক্ষোভ জমিহারাদের

ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার পরেও কাটেনি জট । অবস্থান বিক্ষোভে সামিল বড়জোড়ার কোলিয়ারির জমিহারা গ্রামবাসীরা ।

Demonstration of villagers at borjora in bankura
ত্রিপাক্ষিক বৈঠকের পরেও বড়জোড়ায় অবস্থান বিক্ষোভ জমিহারাদের

By

Published : Jun 26, 2020, 2:34 PM IST

বড়জোড়া (পশ্চিম বর্ধমান), 26 জুন : ত্রিপাক্ষিক বৈঠকের পরও বড়জোড়ার কোলিয়ারির জট কাটল না । গতকাল থেকে অবস্থান বিক্ষোভে নেমেছে ট্রান্স দামোদর কোলিয়ারির বাস্তুহারা ও জমিহারা গ্রামবাসীরা । বড়জোড়ার খনি গেটে অবস্থানে বসেছে । অভিযোগ, 10 মাস কেটে গেলেও জমিদাতাদের মেলেনি চাকরি ।

গত বুধবার জেলাশাসক এস অরুণ কুমার, জেলা প্রশাসনের আধিকারিক, কোলিয়ারি কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোলিয়ারি কর্তৃপক্ষ নতুন করে কতটা জমি অধিগ্রহণ করতে চাইছে তা জানানো হয় । পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাঁদের নতুন করে বেতন কাঠামো তৈরি করা হবে । তাই আগামী 30 জুন ফের আলোচনায় বসার কথা হয়েছিল ।

গ্রামবাসীদের অভিযোগ, চুনাপোড়া ও ভিড়কাশোল গ্রামের মানুষের থেকে যে 33 একর জমি কর্তৃপক্ষ নিয়েছে তার পুনর্বাসন স্বরূপ প্রতিটি পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল । সে বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠকে কোনও আলোচনা হয়নি ।

তারা আরও অভিযোগ করে, প্রায় 10 মাস কেটে গেলেও এখনও পর্যন্ত একজন জমিদাতাকে চাকরি দেয়নি । খনি কর্তৃপক্ষ দালালদের সঙ্গে আঁতাত করে বাস্তুহারাদের চাকরি ও পুনর্বাসন প্যাকেজ থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে ।

যতদিন পর্যন্ত চাকরি না দিচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে । বড়জোড়ার চুনাপোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ মহিলারা সক্রিয় ছিল । গত বছর অগাস্টে প্রায় একমাস ধরে অবস্থান বিক্ষোভ চালিয়েছিল জমিদাতারা ।

ABOUT THE AUTHOR

...view details