বাঁকুড়া, 4 অক্টোবর : গত তিন দিন ধরে ব্যাঙ্কে এসেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে ৷ অথচ পুজো শুরু হয়ে গিয়েছে ৷ প্রয়োজন অর্থের ৷ এদিকে ব্যাঙ্ক বন্ধ ৷ তাই আজ (শুক্রবার) বেলা 12 টা থেকে পথ অবরোধ করেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের গ্রাহকরা ৷ ঘটনাটি ইন্দপুর থানার ভেদুয়াশোল এলাকার ৷ দুপুর আড়াইটে নাগাদ গ্রাহকরা অবরোধ তুলে নেন ৷
ব্যাঙ্কে টাকা নেই 3 দিন, অবরোধ গ্রাহকদের - no money
পুজোর মুখে ব্যাঙ্কে টাকা নেই ৷ তিন দিন ধরে ব্যাঙ্কে গিয়েও ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের ৷ তাই আজ ব্যাঙ্কের সামনে পথ অবরোধ করলেন গ্রাহকরা ৷
গত তিনদিন ধরে সকাল থেকে লাইনে দাঁড়ানোর পরও নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা পাচ্ছেন না গ্রাহকরা ৷ অন্যদিকে কলকাতা, দুর্গাপুরের মতো জায়গা থেকে আসা যাত্রীদেরও পড়তে হচ্ছে সমস্যায় ৷ অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতিতে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত টাকা এসে না পৌঁছানোয় গ্রাহকদের টাকা দেওয়া যাচ্ছে না ৷ জেলাশাসক জানান, ব্যাঙ্কে একটি ক্যাশ ভ্যান পাঠানো হচ্ছে৷ খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে ৷