বাঁকুড়া, 22ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বড়জোড়ার একটি রাবার কারখানা ৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷ কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের অনুমান ৷ তদন্তে নেমেছে পুলিশ ।
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাটআশুড়িয়ায় আজ দুপুরে একটি রাবার কারখানায় হঠাৎ আগুন লেগে যায় । দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। নিকটবর্তী দমকল কেন্দ্র দুর্গাপুর থেকে চারটি ইঞ্জিন আসে আগুন নেভাতে । দমকলের চারটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন । তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছে পুলিশ ।