পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার কারখানায় আগুন, ক্ষতি কয়েক কোটি - রাবার কারখানা

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বড়জোড়ার একটি রাবার কারখানা ৷ নিকটবর্তী দমকল কেন্দ্র দুর্গাপুর থেকে চারটি ইঞ্জিন এসে আগুন নেভায় ৷

crores of wealth destroyed due to fire
কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি ভয়াবহ অগ্নিকান্ডে

By

Published : Feb 22, 2020, 8:08 PM IST

বাঁকুড়া, 22ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বড়জোড়ার একটি রাবার কারখানা ৷ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ৷ কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের অনুমান ৷ তদন্তে নেমেছে পুলিশ ।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাটআশুড়িয়ায় আজ দুপুরে একটি রাবার কারখানায় হঠাৎ আগুন লেগে যায় । দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। নিকটবর্তী দমকল কেন্দ্র দুর্গাপুর থেকে চারটি ইঞ্জিন আসে আগুন নেভাতে । দমকলের চারটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন । তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছে পুলিশ ।

আগুন লাগার ফলে কারখানায় থাকা প্রায় কয়েক কোটি টাকার রাবারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে কারখানা সূত্রে জানা গেছে । এই কারখানায় রেলের জন্য রাবারের প্যাড তৈরি করা হয় । রাবারের মতো দাহ্য বস্তু কারখানায় মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ।

কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি ভয়াবহ অগ্নিকান্ডে

তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details