বাঁকুড়া, 6 নভেম্বর:ডিভিসির (DVC releases water) তরফ থেকে হঠাৎই জল ছাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের (Crops Damaged)। আচমকা এই সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়েছেন বাঁকুড়া (Bankura News) জেলার সোনামুখীর ডিহিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি গ্রামের কৃষকরা ।
বছরভর মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েছিলেন কৃষকেরা । বছরের ঠিক এই সময়টাতেই তাঁদের ফলানো ফসল ঘরে তোলার কথা ছিল ৷ কিন্তু হঠাৎই বিপত্তি । বিঘার পর বিঘা জমি ঠিক যে সময়ে সোনালি আভায় ঢেকে গিয়েছিল, তখনই আচমকা জল ছাড়া হয় ডিভিসি থেকে ৷ এর জেরে প্রায় 60-70 বিঘা জমির ফসল চলে গিয়েছে জলের তলায় ৷ তবু যেটুকু ফসল ঘরে তোলার যোগ্য ছিল, সেটুকু প্রাণপণে তোলার চেষ্টা চালাতে ছাড়েননি কৃষকেরা । কৃষকদের অভিযোগ, তাঁদেরকে কিছু না জানিয়েই হঠাৎ জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি কর্তৃপক্ষ ।
একজন কৃষক জানান, "কার্তিক মাসের 10 তারিখে শেষ জল ছাড়া হয়েছিল ৷ আমরা জানতাম আর জল ছাড়া হবে না ৷ তার জন্যই আমরা ফসল কেটে জমিতেই রেখেছিলাম ৷ এরই মধ্যে এই সমস্যা তৈরি হল ।" তাঁরা এও জানান যে, এর ফলে শুধু যে ধানের ক্ষতি হল তাই নয়, জমি জলপূর্ণ হওয়ায় পরবর্তীতে আলু চাষেও ব্যাপক ক্ষতি হবে বলে আশংকা করছেন কৃষকরা ।