পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত সিআরপিএফ জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ায় - সিআরপিএফ

1985 সালে তিনি চাকরিতে যোগদান করেন। গত রাসপূর্ণিমায় তিনি শেষবারের মতো বাড়িতে ফিরেছিলেন। এরপর আগামী ফাল্গুন মাসে মেয়ের বিয়ের জন্য তাঁর বাড়ি আসার কথা ছিল। কিন্তু তাঁর আগেই তাঁকে ফিরতে হল। তবে কফিনবন্দি হয়ে।

cprf jawans's last rite at bankura
মৃত সিআরপিএফ জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ায়

By

Published : Jan 8, 2021, 7:55 PM IST

বাঁকুড়া, 8 জানুয়ারি : কর্মরত অবস্থায় বরফ ধসে তাঁবু চাপা পড়ে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। মৃত সিআরপিএফ জওয়ানের নাম সুবলচন্দ্র মুর্মু (55)। সুবলবাবু বাঁকুড়ার হিড়বাঁধ থানার চাকাডোবা গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের তরফে জানা গিয়েছে যে 1985 সালে তিনি চাকরিতে যোগদান করেন। গত রাসপূর্ণিমায় তিনি শেষবারের মতো বাড়িতে ফিরেছিলেন। এরপর আগামী ফাল্গুন মাসে মেয়ের বিয়ের জন্য তাঁর বাড়ি আসার কথা ছিল। কিন্তু তাঁর আগেই তাঁকে ফিরতে হল। তবে কফিনবন্দি হয়ে।

তাঁর পরিবারে মা রাসমণি মুর্মু, স্ত্রী মাধবী মুর্মু, মেয়ে মৌসুমী ও ছেলের সৌমেন রয়েছেন। বুধবার সুবলবাবুর মৃত্যুর খবর তাঁর বাড়িতে আসে। শুক্রবার সকাল 8টা নাগাদ তাঁর কফিনবন্দি দেহ গ্রামে আসে। শহিদ জওয়ানকে শেষবারের মতো দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। গান স্যালুটের পর পারিবারিক রীতি অনুযায়ী বাড়ির পাশেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন:পুরুলিয়ার সদর হাসপাতালে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান

সুবলচন্দ্র মুর্মুর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও গোটা গ্রাম। তবে দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন, এটা ভেবেই গর্বিত সকলে।

ABOUT THE AUTHOR

...view details