ছাতনা, 30 এপ্রিল : তিন-চারদিন ধরে গ্রামের বিভিন্ন বাড়িতে মারা যাচ্ছে গোরু । ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা । কারণ কোরোনা সংক্রমণের ফলে গোরুগুলির মৃত্যু হচ্ছে বলে আশঙ্কা করেছিলেন তাঁরা । তবে, প্রাণীসম্পদ বিভাগের রিপোর্টের পর এখন স্বস্তিতে গ্রামবাসীরা । গোরুগুলির মৃত্যুর কারণ কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগ বলে জানিয়েছেন প্রাণীসম্পদ বিভাগের আধিকারিকরা ।
কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে আক্রান্ত হয়ে ছাতনায় মারা যাচ্ছে গোরু
গোরুগুলি মারা যেতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা । পরে ওই মৃত গোরুগুলির নমুনা পরীক্ষা করে জানা যায়, ব্ল্যাক কোয়ার্টার রোগে মৃত্যু হয়েছে ।
ছাতনা ব্লকের মেট্যালা গ্রাম পঞ্চায়েতের কাটাপাহাড়ি গ্রামের বিভিন্ন বাড়িতে হঠাৎই গোরু মারা যেতে শুরু করে । কোরোনা সংক্রমণের ফলে এই ঘটনা হচ্ছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । কারণ সম্প্রতি কোরোনা যে পশুদেরও হতে পারে তার প্রমাণ মিলেছে । তাই বিষয়টি নিয়ে প্রাণীসম্পদ বিকাশ আধিকারিক ও BDO-কে জানান গ্রামবাসীরা । প্রাণীসম্পদ বিভাগের আধিকারিকরা এসে ওই মৃত গোরুগুলির রক্ত ও লালারসের নমুনা নিয়ে যায় । সেগুলি পরীক্ষার পর তাঁরা জানতে পারেন, কোরোনা নয়, ব্ল্যাক কোয়ার্টার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে গোরুগুলি ।
ছাতনা ব্লকের প্রাণীসম্পদ আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, "গোরুগুলি ব্ল্যাক কোয়ার্টার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে । এই রোগ পশুদের থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় না । তাই আতঙ্কের কোনও কারণ নেই । ইতিমধ্যে গ্রামের গোরুগুলিকে বিশেষ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"