বাঁকুড়া, 19 মার্চঃ কোরোনা মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্র থেকে রাজ্য । নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ । এবার কোরোনা সংক্রমণ থেকে যাত্রীদের সতর্ক করতে পথে নামল বাঁকুড়ায় রেল কর্তৃপক্ষ । আজ বাঁকুড়া স্টেশনে কোরোনা সতর্কতামূলক অভিযান চালায় রেল । এদিন বাঁকুড়া রেল স্টেশনের দক্ষিণ-পূর্ব রেলের তরফে কোরোনা ভাইরাস প্রতিরোধে একটি বিশেষ কর্মসূচি পালন করা হয় । রেল পুলিশ, স্টেশন আধিকারিক এবং চিকিৎসকদের নিয়ে রীতিমত স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে অভিযান চালানো হয় । মাইক্রোফোন ব্যবহার করে স্টেশনের যাত্রী এবং ট্রেনের বিভিন্ন কামড়ায় যাত্রীদের কোরোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আবেদন করা হয় ।
রেলযাত্রীদের কোরোনা নিয়ে সচেতন করতে রেলের বিশেষ অভিযান - coronavirus safety measures
করোনা সংক্রমণ থেকে যাত্রীদের সতর্ক করতে বাঁকুড়ায় রেল কর্তৃপক্ষের বিশেষ অভিযান। আজ বাঁকুড়া রেল স্টেশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে করোনা ভাইরাস প্রতিরোধে একটি বিশেষ কর্মসূচি পালন করা হয়।
পাশাপাশি যদি কোনও যাত্রী ট্রেনের সফরকালে কোনও রকম অসুস্থতা বোধ করেন, তাহলে তিনি যেন শিগগিরি রেল পুলিশ অথবা স্টেশন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন । মূলত যাদের জ্বর, সর্দি, কাশি অথবা শ্বাসকষ্ট রয়েছে তাদের বলা হয় তারা যেন রেল কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং রেলের চিকিৎসা ব্যবস্থা ব্যবহার করেন ।
ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের চিপ ম্যানেজারের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একটি বৈঠক হয় । বৈঠকে সিদ্ধান্ত হয় রেল ও রাজ্য সরকার যৌথভাবে এই সচেতনতামূলক অভিযান চালাবে । প্রয়োজনে দূরপাল্লার ট্রেনের সেই সমস্ত যাত্রীদের স্টেশন চত্বরে প্রাথমিক পরীক্ষা করা হবে । যারা বাঁকুড়া অথবা বিষ্ণুপুর স্টেশনে ভিন রাজ্য থেকে আসবেন, রেলের তরফে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে এই সমস্ত যাত্রীদের যাবতীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।