বাঁকুড়া, 1 জুন : বাঁকুড়ায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । যারা কোরোনায় সংক্রমিত হয়েছিলেন তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন 50 শতাংশ । বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এই খবর জানা গেছে ।
কোরোনা : মোট আক্রান্তের ৫০ শতাংশ সুস্থ বাঁকুড়ায় - bankura corona recover
বাঁকুড়ায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত 36 জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে । এদের মধ্যে 12 জন ছাতনা ব্লকের বাসিন্দা ।
22 মে পাত্রসায়রে প্রথম কোরোনা আক্রান্ত ধরা পড়ে । এরপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ল্যাবটরির উদ্বোধন হয়। যেখানে নমুনা পরীক্ষায় মোট 12 জনের শরীরে কোভিড 19 ভাইরাস ধরা পড়ে । পাশপাশি কলকাতা থেকেও কয়েকটি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । সব মিলিয়ে বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা 36 । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, এদের মধ্যে 18 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ।
বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তরফে খবর, 22 মে থেকে এখনও পর্যন্ত প্রায় 1 হাজার 900 জনের নমুনা পরীক্ষা বাঁকুড়া মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে হয়েছে । যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে 12 জন ছাতনা ব্লকের বাসিন্দা । এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে ।