বিষ্ণুপুর, 1 জুন : দুই এলাকার সংঘর্ষে জখম 9 যুবক । তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর । বিষ্ণুপুরের আমগাছিয়া ও মলঙ্গার ঘটনা । জখম যুবকরা আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
বাইক থামিয়ে 3 যুবককে মারধর - old rage
গতরাতে আমগাছিয়ার 3 যুবক বাইকে চেপে মলঙ্গা এলাকা দিয়ে যাচ্ছিল । সেই সময় 10 জন যুবক তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে ।
স্থানীয়দের দাবি, পুরনো আক্রোশের জেরে আমগাছিয়ার ওই যুবকদের মারধর করে মলঙ্গার কয়েকজন যুবক । ঘটনার সূত্রপাত মাস দেড়েক আগে । মলঙ্গার কয়েকজন যুবক গভীর রাতে আমগাছিয়ায় গিয়েছিল । সেই সময় আমগাছিয়ায় স্থানীয়দের সাথে তাদের বচসা হয় । তাদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় । যদিও তাদের দাবি পরে তা নিজেদের মধ্যে মিটিয়ে নেয় তারা ।
এই সূত্রেই গতরাতে আমগাছিয়ার 3 যুবক বাইকে চেপে যখন মলঙ্গা দিয়ে যাচ্ছিল, তখন তাদের আটকে বেধড়ক মারধর করে আমগাছিয়ার জনা দশেক যুবক । তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড। এমনটাই অভিযোগ আক্রান্ত যুবকদের । খবর পেয়ে তাদের বাঁচাতে আসে আমগাছিয়ার আরও 10 যুবক । সেই সময় দুইপক্ষের সংঘর্ষে আরও 6 যুবক জখম হয় । ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।