পশ্চিমবঙ্গ

west bengal

Left Protest in Bankura : বাম বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়া, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

By

Published : Mar 22, 2022, 4:37 PM IST

Updated : Mar 22, 2022, 4:53 PM IST

পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে বলে অভিযোগ সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রমের (CPM Leader Deblina Hembram) ৷

Left Protest at Bankura
বামেদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়া

বাঁকুড়া, 22 মার্চ: বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া শহর (left protest and agitation programme in Bankura) ৷ ধস্তাধস্তি হল পুলিশ ও বাম কর্মীদের মধ্যে ৷ কেন্দ্রের শ্রম কোড বাতিল, কেন্দ্র ও রাজ্যের নয়া পরিবহণ নীতি বাতিল, পেট্রোপণ্যের দাম কমানো, ছাত্র নেতা আনিশ খানের খুনের ঘটনায় দোষীদের শাস্তি-সহ একগুচ্ছ দাবিতে এদিন আইন অমান্যের ডাক দিয়েছিল বাম শ্রমিক ও গণসংগঠনগুলি ৷

আন্দোলনকারীদের অভিযোগ, এদিনের মিছিলে বাধা দেয় পুলিশ, লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের উপর ৷ মহিলাদের মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ পূর্ব ঘোষিত কর্মসূচিতে এদিন কেন পুলিশ হামলা চালালো সেই প্রশ্ন তুলেছে বাঁকুড়ার বাম নেতৃত্ব ৷

বাম বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়া

আরও পড়ুন : তৃণমূলকে শেষ করছে তৃণমূলই, দাবি সেলিমের

এদিন সিআইটিইউ, এআইটিইউসি, টিইউসিসি-সহ অন্যান্য বাম গণসংগঠনগুলির নেতা-কর্মীরা বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন । কিন্তু জেলাশাসকের দফতরের সামনে পৌঁছনোর আগেই বাম কর্মীদের পথ আটকায় বিশাল পুলিশ বাহিনী । পুলিশি বাধা টপকে সামনে এগোতে গেলে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । দু'পক্ষের ধ্বস্তাধ্বস্তির মধ্যেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা । নেতৃত্বের পুরোভাগে থাকা সিপিআইএম নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম বলেন, "সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীদের জন্যও আমরা আন্দোলন করছি । আর সেই পুলিশ আমাদের বাধা দিচ্ছে । আমরা জেলাশাসকের দফতর দখল করতে যাইনি । আমাদের দাবি জানাতে এসেও বাধার সম্মুখীন হচ্ছি ।"

Last Updated : Mar 22, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details