পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেন্ডার না হওয়ায় খাবার নেই, অপুষ্টির শিকার অঙ্গনওয়াড়ির শিশুরা - lokshabha

টেন্ডার অভাবে খাবার নেই বাঁকুড়া ২ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। প্রায় দু'সপ্তাহ ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির খাবার।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

By

Published : Apr 27, 2019, 8:30 PM IST

মেটালা, 27 এপ্রিল : অপুষ্টি দূর করার জন্য কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য প্রশাসন। প্রতিটি সরকারি স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু থেকে গর্ভবতী মায়েরা যাতে সম্পূর্ণ পুষ্টি পায় তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । কিন্তু, নির্বাচনের মুখে বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ছবিটা খানিকটা অন্যরকম। গর্ভবতী মহিলাদের পুষ্টি অনেক পরের ব্যাপার, শিশুদের কপালেই জুটছে অর্ধেক ডিম আর একটি কলা । প্রায় দু'সপ্তাহ ধরে এই পরিস্থিতি বাঁকুড়া ২ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়িগুলিতে।

বাঁকুড়া প্রশাসন সূত্রে খবর, টেন্ডার না হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে। বিষয়টি সম্পর্কে আমরা অভিযোগ
পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টির সমাধান করা হবে। প্রায় ১৫ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবারের সমস্যা দেখা দেওয়ায় ভোটের মুখে ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ।

এবিষয়ে এক অঙ্গনওয়াড়ি পরিচালিকা বলেন, "9 এপ্রিলে খাবার শেষ হয়ে গেছে। এরপর থেকে আমরা খাবার পাইনি। এই বিষয়টি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি । "

এক স্থানীয় বাসিন্দা বলেন, " চাল নেই। ভাত নেই। অর্ধেক ডিম দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের । তারা বলছে খাবার নেই । ভোটের মুখে নেতারা এসে আমাদের এই পরিবেশ দেখে যান। "

বাঁকুড়া ২ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি আধিকারিক অভিমন্যু মণ্ডল বলেন, " এই বিষয়টা কর্মীরা আমাকে জানিয়েছে। খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে।"

ABOUT THE AUTHOR

...view details