বাঁকুড়া, 7 ডিসেম্বর:আগুনে ঝলসে দুই শবর শিশুকন্যার মৃত্যু হল বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় (Children burnt to death at Indus in Bankura)। মর্মান্তিক এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে মৃত দুই শিশুকন্যার নাম পূর্ণিমা শবর (1) এবং সুস্মিতা শবর (3) ।
স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত মাকড়ভোলা গ্রাম থেকে ধনঞ্জয় শবর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও তিন শিশুসন্তানকে নিয়ে নাররা গ্রামে ধান কাটার কাজ করতে এসেছিলেন। গ্রামে মাঠের মধ্যেই একটি ঝুপড়ি বানিয়ে থেকে অন্যের জমিতে ধান কাটার কাজ করে ওই পরিবার। অন্যান্যদিনের মতো এদিনও ধনঞ্জয় শবর ও তার স্ত্রী রান্না-বান্না করে সন্তানদের খাইয়ে ধান কাটার কাজে বেরিয়ে পড়েছিলেন। বেলা দশটা নাগাদ খড়ের ছাউনি দেওয়া অস্থায়ী ঝুপড়িতে হঠাতই আগুন লেগে যায় ৷ দুই শিশুকন্যা সে সময় ঝুপড়ির ভিতরেই ঘুমোচ্ছিল ৷ নজরে আসতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।