পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলু-পিঁয়াজের কালোবাজারি বাড়ছে , কৃষি আইন নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার - farm laws

কেন্দ্রীয় কৃষি আইনের জেরে বাড়বে কালোবাজারি ৷ বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী ৷

mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 24, 2020, 3:00 PM IST

Updated : Nov 24, 2020, 5:23 PM IST

বাঁকুড়া, 24 নভেম্বর : কোনও কাজ ফেলে রাখা যাবে না ৷ বকেয়া কাজ সেরে ফেলতে হবে ৷ বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পাশাপাশি কৃষি আইন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন," আমাদের দোষ দিয়ে লাভ নেই ৷ কেন্দ্র এমন আইন করেছে যে সব কালোবাজারিদের হাতে চলে যাবে ৷ কৃষকদের সব আলুই লুটে নিচ্ছে কেন্দ্র ৷ এতে আলু-পিঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে ৷" সেইসঙ্গে কৃষি আইন নিয়ে রাজ্য সরকারের কিছু করার আছে কি না তাও খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন ৷

গতকালই খাতড়ার জনসভা থেকে "দুয়ারে দুয়ারে সরকার" জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ বাঁকুড়ায় প্রশাসনিক সভায় ফের সেই প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন," কোনও কাজ ফেলে রাখা যাবে না ৷ ব্লকে ব্লকে ক্যাম্প করে 30 জানুয়ারির মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে ৷ " জানান, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য আলাদা সেল তৈরি করা হয়েছে ৷

কাস্ট সার্টিফিকেটের আবেদন ফেলে রাখা যাবে না ৷ পরিবারের একজনের সার্টিফিকেট থাকলেই আবেদনকারীকে সার্টিফিকেট দিতে হবে ৷ বন-দপ্তর, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসে হাতি ৷ হাতির হামলায় কেউ মারা গেলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হয় ৷ পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আড়াই লাখ টাকা করে দেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী আরও জানান, এখন পঞ্চায়েত সমিতি কাজের সুযোগ পায় ৷ আগে রাজ্যে পঞ্চায়েত সমিতিকে কাজ করতে দেওয়া হত না ৷ বাঁকুড়ায় এখন 85 শতাংশ মানুষ বাড়িতে পানীয় জল পান । আগে মাত্র 15 শতাংশ মানুষ পানীয় জল পেতেন ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আট বছরে রাজ্যে আড়াই লাখ কিমি রাস্তা তৈরির কাজ হয়েছে ৷" পাশাপাশি ডিসেম্বরের মধ্যে রাস্তা সারাইয়ের বকেয়া কাজ শেষ করার পরামর্শ দেন তিনি ৷

কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "পজ়িটিভিটি রেট কমেছে ৷ কিন্তু আরও সতর্ক হতে হবে ৷ নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে ৷ প্রয়োজনে গ্রিন জ়োনের বাসিন্দাদেরও নমুনা পরীক্ষা করাতে হবে ৷ "

Last Updated : Nov 24, 2020, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details