বাঁকুড়া, 9 ফেব্রুয়ারি :ভোটের লড়াইয়ে শাসকদলে নাম বিভ্রাট ৷ একই নামের দুই কর্মীকে নিয়ে ধন্দ খোদ দলেই । প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অতনু মণ্ডল ৷ কিন্তু দলে এই নামে রয়েছেন দু'জন ৷ একজন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্য, অন্যজন দলের সাধারণ কর্মী ৷ তাই দলের তরফে কাকে প্রার্থী করা হয়েছে শুরু হয় সেই অতনু মণ্ডলকে খোঁজার কাজ ৷
তবে এই বিভ্রান্তির মাঝে প্রার্থী অতনু মণ্ডলকে অবশেষে খুঁজে বের করল দল (Candidate Confusion of Two Same Name in TMC)। আইএনটিটিইউসির সদস্য অতনু মণ্ডলই বিষ্ণুপুর পৌর নির্বাচনের 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী ৷ তবে প্রার্থী না করায় ক্ষোভে ফুঁসছেন দলের আরও এক কর্মী অতনুও ৷ ওই ওয়ার্ড থেকেই তিনি 'নির্দল' প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন । ঘটনাক্রম অনুযায়ী, শাসকদলের তরফে বিষ্ণুপুর পৌরসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় 19 নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম অতনু মণ্ডল । কিন্তু দলে দু'জন 'অতনু মণ্ডল' থাকাই প্রার্থী অতনুকে খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে (Bishnupur Municipal Election News) ।