পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Electrocution Death: জমির ফেন্সিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, ধামাচাপা দিতে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষ্ণুপুরে এক ব্যক্তির মৃত্যু ৷ ঘটনা ধামাচাপা দিতে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ (Burying Body to Cover up Electrocution Death) ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

burying-body-to-cover-up-electrocution-death-in-bishnupur
burying-body-to-cover-up-electrocution-death-in-bishnupur

By

Published : Sep 9, 2022, 6:05 PM IST

বিষ্ণুপুর, 9 সেপ্টেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির দেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগ (Burying Body to Cover up Electrocution Death) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মড়ার গ্রামপঞ্চায়েত এলাকায় ৷ জানা গিয়েছে, অলোক ঘোষ নামে ওই ব্যক্তি ভোরবেলা মজিতে লাউ কাটতে গিয়েছিলেন ৷ সেখানেই পাশের একটি জমিতে বিদ্যুবাহী তারের ফেন্সিং করা ছিল হাতি ও শুকর তাড়াতে ৷ সেই তারেই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে মনে করছে পুলিশ ৷ অভিযোগ, বিষয়টি লোক জানাজানি হওয়া থেকে লুকোতে তাঁর দেহ কিছুটা দূরে মাটিতে পুঁতে দেয় ৷ 2 জনকে এই ঘটনা গ্রেফতার করা হয়েছে ৷

এ দিন ভোরে অলোক ঘোষ তাঁর জমিতে লাউ কাটতে যান ৷ কিন্তু, নির্দিষ্ট সময় পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাঠে তাঁর খোঁজ করতে যায় ৷ কিন্তু, সেখানে তাঁকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ শুরু করে তাঁরা ৷ এর পর পাশের একটি জমির সামনে গাড়ির চাকার ছাপ দেখতে পান পরিবারের লোকজন ৷ ততক্ষণে গ্রামের আরও লোকজনও সেখানে জমা হয়ে যায় ৷ সবাই মিলে টায়ারের ছাপ অনুসরণ করে এগোতে শুরু করলে, একটি ঝোপের কাছে পৌঁছায় সবাই ৷ সেখানেই মাটির স্তুপ দেখতে পান গ্রামবাসীরা ৷ আর তার মধ্যে থেকে পা বেরিয়ে থাকতে দেখা যায় ৷

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষ্ণুপুরে এক ব্যক্তির মৃত্যু, ধামাচাপা দিতে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ

এর পর গ্রামবাসীরাই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে এলে মাটি খুঁড়ে দেহটি বের করে ৷ দেখা যায় দেহটি নিখোঁজ অলোক ঘোষের ৷ তাঁর দেহ দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন অলোক ঘোষ ৷ কিন্তু, কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি ৷ পরিবারের অভিযোগ এবং ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন:হরিদেবপুরের পর রাজাবাজার, শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু

পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, পাশের জমিতে বিদ্যুতের তারের ফেন্সিং করা ছিল ৷ সেই তারেই অলোক ঘোষ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে অনুমান ৷ তাঁদের অভিযোগ, ঘটনাটি লুকানোর জন্যই অলোক ঘোষের দেহ মাটিতে লুকিয়ে রাখা হয় ৷ তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় অন্য কোনও যোগ রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ অলোক ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details