বাঁকুড়া, 29 জানুয়ারি: বারংবার আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতিতে রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷ কখনও ব্লক অফিস ঘেরাও, তো কখনও প্রকাশ্যে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে দলের নেতা-কর্মীদের । আবাস যোজনা,পানীয় জল এবং বিভিন্ন সরকারি ভাতা প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও একইভাবে দুর্নীতি চলছে, কোন সুস্থ সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের । রবিবার তারই প্রতিবাদে বাঁকুড়ার 1 নম্বর মন্ডল বিজেপির তরফ থেকে পুয়াবাগান মোড়ে পথ অবরোধ কর্মসূচি করা হয়েছে ৷ তাতে সামিল হলেন বিজেপির নেতা-কর্মীরা ৷
আর এই অবরোধ কর্মসূচিকে (BJP protest Blocking road in Bankura) নেতৃত্ব দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা । তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনকে তৃণমূলীকরণ করছে ৷ আর তারই প্রতিবাদে তাদের আজ এই পথ অবরোধ কর্মসূচি । শুধু তাই নয়, এই পথ অবরোধ কর্মসূচিতে খোলা রাস্তায় তাঁকে সাংবাদিকদের তীব্র ভাষাতেও আক্রমণ করতে দেখা গিয়েছে এদিন ৷ তিনি বলেন, "সাংবাদিকরা এখন তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে ৷ তৃণমূলের টাকায় সাংবাদিকদের সংসার চলছে ।"