বাঁকুড়া, 1 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে জোর শোরগোল বাঁকুড়ায় । বিজেপির অভিযোগ, ওই সভায় আসার পথে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম হয়েছেন দলের পাঁচ কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির । সভা শেষে আহতদের নিয়ে সোজা থানায় হাজির হলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
প্রসঙ্গত, শুক্রবার বাঁকুড়ার খাতড়ায় হুল দিবস উদযাপন ও গোড়াবাড়ি এলাকায় নির্বাচনী সভা সারেন শুভেন্দু অধিকারী ৷ এরপর সন্ধ্যেতে গঙ্গাজলঘাটিতে সভা করার কথা ছিল তাঁর । স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে সেই সভায় যোগ দিতে গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল এলাকা থেকে বিজেপি কর্মীরা গঙ্গাজলঘাটির উদ্দেশ্যে রওনা দেন ৷ সেসময় স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । রড এবং লাঠি নিয়ে পাঁচজন বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে । আহত ওই বিজেপি কর্মীরা প্রাথমিক চিকিৎসার পর শুভেন্দু অধিকারীর গঙ্গাজলঘাটির সভায় হাজির হন ।