পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার শালতোড়ায় তৃণমূলকর্মীকে খুন, অভিযুক্ত BJP - shaltora

অভিযোগ , গতকাল মঙ্গল ও বুড়া মাঝি নামে দুই BJP কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কাজলকে । এরপর রাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল ।

তৃণমূলকর্মীকে খুন

By

Published : May 29, 2019, 10:21 PM IST

Updated : May 29, 2019, 10:37 PM IST

শালতোড়া, 29 মে : তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠল BJP-র লোকজনের বিরুদ্ধে । বাঁকুড়ার শালতোড়ার ঘটনা । মৃতের নাম কাজল মণ্ডল (৩৮) । তিনি সালমা অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন । এই ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন সৌগত রায়ের বক্তব্য

অভিযোগ , গতকাল মঙ্গল ও বুড়া মাঝি নামে দুই BJP কর্মী বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কাজলকে । এরপর রাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল । গুরুতর আহত অবস্থায় প্রথমে কাজলকে রানিগঞ্জের একটি হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তাঁর মৃত্যু হয় ।

এবিষয়ে কাজলের এক আত্মীয় বিক্রম মণ্ডল বলেন , " মঙ্গল ও বুড়া গতকাল কাজলকে মারধর করে । এরপর তারা তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে । আজ সকালে কাজলের মৃত্যু হয় ।" ওই দুই BJP কর্মী পরিকল্পিত ভাবে কাজলকে খুন করেছে বলে অভিযোগ করেন বিক্রম । BJP-র সাধারণ সম্পাদক সৌগত পাত্র বলেন, "তৃণমূল মৃতদেহ নিয়ে রাজনীতি করছে । এই অভিযোগ ভিত্তিহীন ।"

Last Updated : May 29, 2019, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details