প্রতাপপুর, ৩০ জুন: বাঁকুড়ার প্রতাপপুর গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ ও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মোট ন'জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । গতকাল ঘটনার পর থেকে গ্রামে লাগাতার তল্লাশি চালিয়ে এই ন'জনকে গ্রেফতার করে পুলিশ ।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানউতোর । গতকাল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর গ্রামে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ।
বিজেপির দাবি স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যর কাছে একশো দিনের কাজ সহ বিভিন্ন দাবিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় । তাকে কেন্দ্র করেই ঘটে সংঘর্ষের ঘটনা । সংঘর্ষের পর যে ন'জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা সকলেই বিজেপি কর্মী দাবি করে ।