পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রামীণ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার দাবিতে বিক্ষোভ BJP-র

নেই পর্যাপ্ত সংখ্যাক চিকিৎসক ও নার্স ৷ বেহাল স্বাস্থ্য পরিষেবা ৷ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে বাঁকুড়ার সিমলাপাল ব্লকে বিক্ষোভ কর্মসূচি BJP -র ৷ দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে বলে হুমকিও দেওয়া হয় ৷

বেহাল গ্রামীণ হাসপাতাল
বেহাল গ্রামীণ হাসপাতাল

By

Published : Sep 4, 2020, 6:05 PM IST

বাঁকুড়া, 4 সেপ্টেম্বর : জঙ্গলমহল এলাকায় মিলছে না উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা ৷ সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক এবং নার্সের অভাবে পরিষেবা পাচ্ছে না দূর দূরান্ত থেকে আসা রোগীরা ৷ এই অভিযোগে আজ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্থানীয় BJP নেতৃত্ব ৷ দাবি না মানা হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুমকি পর্যন্ত দেওয়া হয় ।

এক সময়ে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের অন্তর্গত এই এলাকাগুলি ছিল মাওবাদীদের দখলে । রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নতুন করে আশা জেগেছিল মানুষের মনে । শুরুর দিকে পরিকাঠামোগত বেশ কিছু উন্নয়ন হয়েছিল ৷ তবে স্বাস্থ্য পরিষেবা আজও অপর্যাপ্ত, অভিযোগ এলাকাবাসীর ।

লক্ষ্মীসাগর গ্রামীণ হাসপাতালের উপর নির্ভর করে রয়েছেন আশপাশের প্রায় 50 থেকে 60 টি গ্রামের মানুষ । অভিযোগ, গত এক মাস ধরে কোনও রকম চিকিৎসা পরিষেবা পাচ্ছে না তারা । আগে হাসপাতালে দু'জন চিকিৎসক এবং আটজন নার্স ছিলেন । কিন্তু এখন রয়েছেন মাত্র একজন চিকিৎসক এবং চারজন নার্স । ফলে অধিকাংশ রোগীই চিকিৎসা পরিষেবা পাচ্ছে না ৷ চিকিৎসার জন্য 55 কিলোমিটার দূরে বাঁকুড়া শহরে যেতে হচ্ছে তাদের । তাই আজ চিকিৎসা পরিষেবার দাবিতে BJP-র তরফে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ৷ নেতৃত্ব দেন BJP-র জেলার OBC মোর্চার প্রাক্তন সভাপতি সুপ্রভাত লোহার । ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা করা হয় দলের তরফে ৷

সুপ্রভাত লোহার বলেন, "আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিককে 15 দিন সময় দিয়েছি । এই সময়ের মধ্যে যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব ৷ সেই আন্দোলনের দায় বর্তাবে স্বাস্থ্য দপ্তরের ওপর ।"

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানান সিমলাপালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ।

ABOUT THE AUTHOR

...view details