বাঁকুড়া, 12 জুন: মুর্শিদাবাদ, ভাঙড়, বীরভূমের পর এবার বাঁকুড়া ৷ পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার সোনামুখী এলাকা । বিজেপি ও তৃণমূল সংঘর্ষের জেরে মাথা ফাটল গেরুয়া শিবিরের কর্মীর ৷ আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিও ৷ তাঁর অভিযোগ, ওই ব্লকে লাইন দিয়ে ডিসিআর ফর্ম কালেক্ট করার জন্য বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিলেন ৷ তখনই হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সোনামুখীর ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হামলা চালায় বিজেপি কর্মীদের উপরে । এই ঘটনায় গুরুতরভাবে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ স্থানীয় বিজেপি 2 নং মণ্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । আহত সকল বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে ।
সোনামুখীর বিজেপি বিধায়ক বলেন, "তৃণমূল কংগ্রেস ভেবেছিল 2018 সালের পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করবে ৷ প্রথমে সবাইকে লাইন থেকে বের করে দেয় শাসকদলের কর্মীরা ৷ সেটার প্রতিবাদ করতে গেলে আমাকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয় আমাদের কর্মীদের । আমাকে ওদের হামলা থেকে বাঁচাতে গেলে আমাদের কর্মীকে পাথর ছুড়ে মারে ধানশিমলার প্রধান ইউসুফ মণ্ডল ৷ যার ফলে তাঁর মাথা ফেটে যায় ৷ তৃণমূলের সাধারণ কর্মীরা নয়, বরং বড় পদাধিকারীরা আক্রমণ চালিয়েছে আমাদের উপর ৷"