বড়জোড়া, 16 জানুয়ারি : বাঁকুড়ার বড়জোড়ার চান্দাই গ্রামে BJP-র কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । BJP কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ।
বড়জোড়ায় BJP কার্যালয়ে হামলা, আগুন; অভিযুক্ত তৃণমূল - BJP-র দলীয় কার্যালয়ে হামলা বড়জোড়ায়
আসানসোলের পর এবার বাঁকুড়ার বড়জোড়া । ফের BJP অফিস পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
গতরাতে বিষ্ণুপুর লোকসভা এলাকার এই দলীয় কার্যালয়টিতে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । তারপরই ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করলে BJP কর্মীদেরও মারধর করা হয় । তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ BJP সাংসদ সৌমিত্র খাঁর ।
সৌমিত্র খাঁ বলেন, "তৃণমূল কর্মীরাই এই কাজ করেছে ।" এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । BJP-গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে তাদের দাবি । ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ ।