বিষ্ণুপুর , 1 এপ্রিল: "যদি চোরেদের মাঝে দাঁড়িয়ে ছোটদের মাফিয়া বলেন, এই আমি কি চোর? বাকি চোরেরা কী বলবেন? বলবেন, না তুমি চোর নও, তুমি সৎ । কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বড় চোর ৷" এরকমই চাঁচাছোলা ভাষায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিঁধলেন সৌমিত্র খাঁ ৷ এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর হাতে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের গুরু দায়িত্ব তুলে দিয়েছিলেন, তিনি বর্তমানে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ ৷ সেই সৌমিত্র খাঁ নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিতে যান শুক্রবার । সেখান থেকেই ওই দিন বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেককে বিঁধলেন তিনি । তাঁকে চোর বলে সম্বোধন করলেন সৌমিত্র ৷
শহিদ মিনারের সভা থেকে অভিষেক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন । ইডি, সিবিআই অভিযানের বিরুদ্ধে গর্জে উঠেছেন । শহিদ মিনারে অভিষেককে বলতে শোনা গিয়েছে, তাঁকে যদি চোর বলে প্রমাণ করে দেওয়া হয় তাহলে তিনি এই শহিদ মিনারে প্রকাশ্যে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করবেন । সেই প্রসঙ্গে বলতে গিয়ে সৌমিত্র খাঁ তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।