গঙ্গাজলঘাটি, 27 মে : যশে ক্ষতিগ্রস্ত এক দলীয় কর্মীর বাড়ি গেলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার । বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক চন্দনা বাউরিকে সঙ্গে নিয়ে তিনি গঙ্গাজলঘাটির ডুমুরিয়া গ্রামে সুশীল মাঝি নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে যান । সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন সুশীল ও তাঁর পরিবারের সঙ্গে । পরে সেখান থেকে শালতোড়া বিধানসভা এলাকার মেজিয়া ও গঙ্গাজলঘাটি থানা ও ব্লক অফিস পরিদর্শন করেন সাংসদ ডাঃ সুভাষ সরকার ৷
পরিদর্শন করে তিনি বলেন, ‘‘ডুমুরিয়া গ্রামের বিজেপি কর্মীর বাড়ির ছাউনি উড়ে গেছে । দেওয়াল যেকোনও সময় ভেঙে পড়তে পারে । শুধুমাত্র বিজেপি করার অপরাধে এই সব মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ৷’’