বাঁকুড়া, 9 মার্চ: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) নিরপেক্ষ নন । উনি 'সব থেকে বড় তৃণমূলের ক্যাডার'। এমনই বিস্ফোরক আভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (BJP MLA Amarnath Shakha) । বুধবার ওন্দায় দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন । একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "যত জন তৃণমূল করেন সবার থেকে বড় ক্যাডার উনি । পালিয়ে বেড়ালেও আমরা কাল থেকে চেপে ধরব ।" একই সঙ্গে রাজ্যে প্রাথমিক বিদ্যালয় 'বন্ধ' নিয়েও মমতা সরকারকে আক্রমণ করেন তিনি ।
অমরনাথ জানান, শুধুমাত্র রামসাগরে 4টি-সহ ওন্দা বিধানসভা এলাকাতেই প্রায় 60টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে । ওই 60টি স্কুল বন্ধ হলে এই এলাকার 19টি গ্রাম পঞ্চায়েতে তাঁরা তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি । রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁকেও এক হাত নেন অমরনাথ । তিনি অরুপ খাঁয়ের নাম না করে বলেন, "এখানকার প্রাক্তন বিধায়কের কাছে চাকরিচ্যুতরা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন ।" টাকা ফেরতের দাবিতে আগামী কয়েকদিনের মধ্যে ওই প্রাক্তন বিধায়কের বাঁকুড়ার বাড়িতে 'হামলা' হবে বলেও তিনি এদিন ভবিষ্যদ্বাণী করেন ।