গঙ্গাজলঘাটি(বাঁকুড়া), 8 নভেম্বর: সাতসকালে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে দাবি গ্রামবাসীদের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে । মৃতের নাম শুভদীপ মিশ্র ওরফে দীপু (26) ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে তাই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এক বিবাহিত মহিলাকে আটক করতে যায়। এই মহিলার সঙ্গে শুভদীপের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। সে সময় পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। অন্যদিকে ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠছে ৷ তবে শাসকদল এই দাবিকে উড়িয়ে দিয়েছে ৷ তৃণমূল নেতা নিমাই মাজির কথায়, "এই ঘটনা নিছকই আত্মহত্যা।" মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, এ বছরের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন দীপু । দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন । এরপর সোমবারই তিনি বাড়িতে ফিরেছিলেন। আজ সকালে বাড়ির অদূরে প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে ঝুলছিল দীপুর দেহ ৷ ঝুলন্ত দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।