বাঁকুড়া, 13 জুন: আবারও শাসকদলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ। এবারে অভিযোগ তুললেন বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “দক্ষিণ বাঁকুড়ায় প্রকৃত ক্ষতিগ্রস্থরা ত্রাণ পাচ্ছেন না। উলটে শাসকদলের ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাচ্ছেন। কেন্দ্র লকডাউন এর ফলে সাধারণ মানুষের জন্য রেশন এর মাধ্যমে চাল ও ডাল দেওয়ার ব্যবস্থা করেছে। অথচ বাঁকুড়া জেলায় চাল দেওয়া হলেও, এখনও পর্যন্ত সাধারণ গ্রাহকদের কেন্দ্রের পাঠানোর ডাল বণ্টন করা হচ্ছে না। মে মাসের প্রথমদিকে ডাল এসে পৌঁছেছে জেলায়, অথচ এখনো তা বিলি করছে না প্রশাসন।”
দিনের পর দিন বাঁকুড়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এপ্রসঙ্গে আজ তিনি বলেন, “যাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে পরীক্ষার জন্য, তাঁদের নমুনা 24 ঘণ্টার মধ্যে ল্যাবে পাঠানো হচ্ছে না। ল্যাবে পাঠানোর পর রিপোর্ট আসতে প্রায় সাত থেকে আট দিন সময় লাগছে। এর ফলে সংক্রমিত ব্যক্তিরা সমাজে অজান্তেই ছড়িয়ে ফেলছেন কোরোনা।”