পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন পর্বের বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বাঁকুড়াতে BJP-র বিক্ষোভ

তিন মাসের বিদুৎ বিল মকুবের দাবিতে আজ বাঁকুড়া শহরে বিক্ষোভ দেখালো BJP কর্মীরা। ঘন্টা দুয়েক অবরোধ করে রাখা হয় ডিভিশনাল ম্যানেজারের অফিস। বিদুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনার প্রতিশ্রুতি দিলে অবস্থান বিক্ষোভ তুলে নেন BJP কর্মীরা।

বিক্ষোভ
বিক্ষোভ

By

Published : Jul 25, 2020, 12:33 AM IST

বাঁকুড়া,24 জুলাই : বাঁকুড়া শহরের হিন্দু স্কুল ময়দানের থেকে একটি মিছিল করে বাঁকুড়া শহর BJP কর্মীরা । লকডাউন চলাকালীন তিন মাসের বিদুৎ বিল মকুব এছাড়াও আরও কয়েক দফা দাবি নিয়ে BJP কর্মীরা আজকের এই মিছিলটি করেন। প্রতিবাদ মিছিলটি হিন্দু স্কুল ময়দানের থেকে লালবাজারের ডিভিশনাল ম্যানেজারের দপ্তরে হাজির হয়। প্রায় শতাধিক কর্মী হাঁটেন আজকের এই মিছিলে। প্রায় ঘণ্টা দুয়েক অবরোধ করে রাখা হয় ডিভিশনাল ম্যানেজারের অফিস। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দিলে অবস্থান বিক্ষোভ তুলে নেন BJP কর্মীরা।

আজ BJP-র তরফে দাবি করা হয়, লকডাউন চলাকালীন সাধারণ মানুষকে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে।দীর্ঘদিন বন্ধ ছিল মানুষের রুজি রোজগারও। এই অবস্থায় তাদের পক্ষে গত তিন মাসের বিদ্যুৎ বিল দেওয়া অসম্ভব। সুতরাং রাজ্য সরকারকে এই তিনমাসের বিল মকুব করতে হবে। এর পাশাপাশি, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বন্টন সংস্থা অনেক বেশি টাকা নেয় ইউনিট প্রতি বিদ্যুতের দাম। সেই অতিরিক্ত দাম কমানোর দাবি করা হয়। এছাড়াও প্রতি মাসে মিটার রিডিং করে বিল পাঠানোর দাবিও তোলা হয়। এই সমস্ত দাবি না মানা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

সংশ্লিষ্ট জেলার ওয়াকিবহালমহল আজকের এই কর্মসূচিকে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। প্রথমেই প্রশ্ন উঠেছে সামাজিক স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে। আজকের এই কর্মসূচিতে BJP কর্মীরা মাস্ক পড়লেও বজায় রেখে চলেননি সামাজিক দূরত্ব। গতকালই বাঁকুড়া জেলায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। এই মুহুর্তে জেলায় সংক্রমিতের সংখ্যা 402জন। সামাজিক সংক্রমণ রুখতে যেখানে সরকার নতুনভাবে লকডাউন পালন শুরু করেছে সেখানে এই ভাবে একটি জনসমাবেশকে ভালো নজরে দেখছেন না ওয়াকিবহাল মহল।

যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কোনও বিবৃতি দিতে চাননি আন্দোলনকারীরা।

ABOUT THE AUTHOR

...view details