পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথ-দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর - Biker dies in accident

মোটর বাইক ও ডাক বিভাগের গাড়ির মুখোমুখি সংঘর্ষ । মৃত 1, আহত 2 । দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ।

road accident
accidnet

By

Published : Jul 4, 2020, 5:59 PM IST

সোনামুখী, 4 জুলাই : সোনামুখী থানার জুনসরা বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী । গুরুতর জখম ওই বাইকচালকের স্ত্রী ও এক আত্মীয় । যদিও বাইক থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ।

আজ সকালে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘণ্টা দুয়েক সোনামুখী-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরে সোনামুখী থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ।

স্থানীয়দের দাবি, বুধবার রাতে স্থানীয় একটি কালী মন্দিরে জুনসরা গ্রামের মহাদেব নন্দীর সঙ্গে বিয়ে হয় দিল্লির বাসিন্দা আশা সিংয়ের । কোনও কারণে বিয়ের দিন থেকেই অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে । স্থানীয়রা জানান, আশা সিংয়ের আগেই বিয়ে হয়েছিল । আজ মহাদেব তাঁর স্ত্রী এবং এক আত্মীয়কে নিয়ে বাইকে মাস্টারডাঙ্গা এলাকায় আশার মামার বাড়ি নিয়ে যাচ্ছিলেন । সেই সময় একটি ডাক বিভাগের গাড়ির সামনে হঠাৎ উল্টে যায় মোটরবাইকটি । চাপা পড়ে যান মহাদেববাবু । স্থানীয়দের অভিযোগ, তাঁর স্ত্রী আশা ও ওই আত্মীয় ইচ্ছাকৃতভাবে বাইক থেকে ঠেলে ফেলে দেয় মহাদেবকে । ঘটনায় আহত হয়েছেন আশা সিং এবং তাঁর আত্মীয় ।

আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় । একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ । আশা সিংয়ের বাবা এবং দাদুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । যদিও এ'বিষয়ে এখনও পর্যন্ত কোন খুনের অভিযোগ দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিশ । ঘাতক গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details