পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী - সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

ইভিএম বিকলের ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী তিনি ৷

bengal election 2021: TMC candidate from Bankura Sayantika Banerjee alleges over evm
ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী

By

Published : Apr 1, 2021, 11:30 AM IST

বাঁকুড়া, 1 এপ্রিল: চক্রান্ত করে ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ তুললেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন ৷ এ ব্যাপারে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও, তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ তবে যে ভোটাররা চলে গিয়েছেন, তাঁরা পরে আবার ফিরে এসে ভোট দেবেন বলে আশাবাদী অভিনেত্রী-রাজনীতিক ৷

দ্বিতীয় দফায় ভোট চলছে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ৷ সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন ৷ তবে যে বুথে তৃণমূলের শক্তি বেশি, সেখানেই ইভিএম খারাপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না..আজ সকাল 7:30 থেকে বুথ নং 114, 115, 118, 119, ও 119Aতে বেশ কিছু EVM কাজ না-করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন । আমাদের প্রতিটি সেফ বুথে এই EVM সংক্রান্ত সমস্যা হচ্ছে ।"

তৃণমূল কংগ্রেস প্রার্থীর আরও অভিযোগ, "বারংবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনও হস্তক্ষেপ করছেন না । তাতেও আমরা ভয় পাই না । যাঁরা ভোট না দিতে পেরে চলে গেছেন, তাঁরা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন ।"

আরও পড়ুন:মমতা, শুভেন্দু থেকে ভারতী, দ্বিতীয় দফায় নজরে যাঁরা

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন্তিকার দাবি, "মানুষ দিদির পাশেই আছে, ভোটটা দিদিকেই দেবে । সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে..৷"

ABOUT THE AUTHOR

...view details