পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়জোড়ায় ইভিএম বিকল , ঘণ্টাখানেক বন্ধ থাকল ভোটগ্রহণ - barjora assembly constituency

বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে ইভিএমের ভিভিপ্যাড বিকল হয়ে পড়ায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ ৷ বড়জোড়ার তৃণমূল প্রার্থী বুথে গেলেও তাঁকে ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ ৷ ভোটগ্রহণে মোদি সরকারের কারচুপি থাকতে পারে বলে অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী ৷

বড়জোড়ায় ইভিএম বিকল , ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোটগ্রহন
বড়জোড়ায় ইভিএম বিকল , ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোটগ্রহন

By

Published : Apr 1, 2021, 9:41 AM IST

বড়জোড়া, 1 এপ্রিল : সকাল 7 টা থেকে রাজ্যের 30টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ তার মধ্যে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার 57 নম্বর বুথে বিকল হয়ে পড়ে ইভিএমের ভিভিপ্যাড ৷ যার জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷

বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার বড়জোড়া গ্রামীণ জুনিয়ার হাইস্কুলে এই ঘটনা ঘটে ৷ ভোটারদের অভিযোগ , ইভিএমের ভিভিপ্যাড বিকল। অভিযোগ পেয়ে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় ভোটকেন্দ্রে আসেন। কিন্তু প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ। ভোটে কারচুপি হচ্ছে, এমনটাই অভিযোগ করেন তৃণমূল প্রার্থী।

তিনি বলেন, "57 নম্বর বুথে ভোটাররা ভোট দিতে এসে অভিযোগ জানান, ভোটের মেশিনে কোনও আওয়াজ হচ্ছে না ৷ ফলে তাঁরা বুঝতে পারছেন না আদৌ ভোট সঠিকভাবে পড়ছে কিনা ৷ প্রিসাইডিং অফিসার সঙ্গে সঙ্গে ফোন করায় আমি বুথে যাই ৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দেয়নি ৷" পাশাপাশি তিনি মোদি সরকারের বিরুদ্ধে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন ৷

বড়জোড়ায় ইভিএম বিকল , ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোটগ্রহন

আরও পড়ুন :কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

ABOUT THE AUTHOR

...view details