বড়জোড়া, 1 এপ্রিল : সকাল 7 টা থেকে রাজ্যের 30টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ তার মধ্যে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার 57 নম্বর বুথে বিকল হয়ে পড়ে ইভিএমের ভিভিপ্যাড ৷ যার জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷
বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার বড়জোড়া গ্রামীণ জুনিয়ার হাইস্কুলে এই ঘটনা ঘটে ৷ ভোটারদের অভিযোগ , ইভিএমের ভিভিপ্যাড বিকল। অভিযোগ পেয়ে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় ভোটকেন্দ্রে আসেন। কিন্তু প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ। ভোটে কারচুপি হচ্ছে, এমনটাই অভিযোগ করেন তৃণমূল প্রার্থী।