বাঁকুড়া, 28 মার্চ: দোলের সকালে মল্লগড়ে প্রাতঃভ্রমণ করতে করতেই বিজেপি সরকার গড়ার ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবাসরীয় দোলের সকালে বিষ্ণুপুর কলেজ রোড একটি হোটেল থেকে হেঁটে দলীয় প্রার্থী তন্ময় ঘোষকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর বাজার ঘুরে মাধবগঞ্জে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ ।
একদিকে প্রাতঃভ্রমণ, অন্যদিকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন ৷ এক ঢিলে দুই পাখি মারলেন রাজ্য বিজেপি সভাপতি। রাস্তায় হাঁটতে হাঁটতে পথচলতি মানুষের কাছে হাতজোড় করে বিজেপি প্রার্থীর জন্য ভোট চাইলেন তিনি । বিষ্ণুপুর মাধবগঞ্জে মদন গোপাল জিউ মন্দিরে প্রণাম করে তিনি যোগ দেন চায়ে পে চর্চার আসরে । সেখানে যোগ দিয়ে দলীয় কর্মীদের হাতে দোল উৎসবে আবির মাখলেন তিনি ।