বিষ্ণুপুর, 28 মার্চ : আবির খেলায় মাতলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সবুজ আবিরে ভরিয়ে দেন অর্চিতাকে ৷
এদিন সাতসকালেই প্রচারে বেরিয়ে পড়েন অর্চিতা বিদ ৷ প্রথমে গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর শহরের মল্ল কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি ৷ দলের নেতা-কর্মীরা ছাড়াও এদিন মদনমোহনের মন্দিরে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ । তাঁদের সঙ্গেও সবুজ আবির উড়িয়ে রঙ খেলেন তিনি । তোলেন সেলফিও ৷