রানীবাঁধ, 27 মার্চ : প্রথম দফা নির্বাচনে উত্তেজনা বাঁকুড়ার রানীবাঁধে ৷ বহড়ামুড়ি প্রাথমিক বিদ্যালয়ে এক যুবক মোবাইল ফোন নিয়ে বুথের মধ্যে যান ৷ তাঁকে আটক করে কেন্দ্রীয় বাহিনী ৷ আর তা নিয়েই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
অভিযোগ দীপু ঘোষ নামের এক স্থানীয় যুবক বাঁকুড়ার রানীবাঁধ বহড়ামুড়ি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকে । এরপরই কেন্দ্রীয় বাহিনী ওই যুবককে আটক করে ৷ তাঁকে আটকের খবর পেয়ে বিদ্যালয়ের বাইরে জড়ো হয় এলাকার মানুষ ৷ তাঁরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷