বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ যার মধ্যে রয়েছে বাঁকুড়া পৌরসভাও ৷ এই পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন রূপেন লোহার (News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura) ৷ কিন্তু, তিনি আর দশজন প্রার্থীর মতো নন ৷ রূপেন লোহার পেশায় সংবাদপত্র বিক্রেতা ৷ রোজ ভোরে ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর কাজ ৷ আর এই পেপার বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী হওয়া তাঁর জীবন আমূল বদলে দিয়েছে ৷
বিজেপির প্রার্থী হলেও, নিজের দায়িত্ব ভোলেননি রূপেন লোহার ৷ রোজ সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন তিনি ৷ তার পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েন প্রচারে ৷ বাঁকুড়া পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রূপেন লোহার দিনভর প্রচার করছেন ৷ আর তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থীর হয়ে তৃণমূলের তাবড় নেতারা এসে প্রচার করছেন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী লড়াই কতটা সামঞ্জস্যপূর্ণ হবে ? যে প্রশ্নের উত্তরে রূপেনবাবু জানান, সততা এবং মানুষের ভালবাসাই নির্বাচনের ময়দানে তাঁর প্রধান হাতিয়ার ৷