পশ্চিমবঙ্গ

west bengal

Bengal Civic Polls 2022 : বাঁকুড়া পৌরসভার 11নং ওয়ার্ডে দুই প্রাক্তন পৌরপ্রধানের লড়াই

By

Published : Feb 15, 2022, 9:05 PM IST

বাঁকুড়া পৌরসভার 11নং ওয়ার্ডে হেভিওয়েটদের লড়াই (Bengal Civic Polls 2022) ৷ প্রাক্তন এবং বিগত পৌরবোর্ডের প্রধানদের মধ্যে দ্বৈরথ এখানে (Fight Between Two Former Chairman of Bankura municipality in Ward No 11) ৷ যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে ৷

bengal-civic-polls-2022-fight-between-two-former-chairman-of-bankura-municipality-in-ward-no-11
bengal-civic-polls-2022-fight-between-two-former-chairman-of-bankura-municipality-in-ward-no-11

বাঁকুড়া, 15 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যে 106টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ যার মধ্যে রয়েছে বাঁকুড়া পৌরসভা ৷ যে পৌরসভার 11নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হেভিওয়েট প্রার্থী (Fight Between Two Former Chairman of Bankura municipality in Ward No 11) ৷ দু’জনেই প্রাক্তন পৌরপ্রধান ৷ প্রথমজন হলেন সিপিআইএম প্রার্থী তথা বাঁকুড়ার এক সময়ের প্রাক্তন পৌরপ্রধান শিউলি মিদ্দা ৷ আর অপরজন তৃণমূল প্রার্থী এবং গত পৌরবোর্ডের প্রধান অলকা সেন মজুমদার ৷ এই ওয়ার্ডে লড়াই ত্রিমুখী হলেও, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বাম ও তৃণমূলের দুই প্রার্থী ৷

2015 সালের ভোটে 11নং ওয়ার্ডে সিপিআইএম’র এক প্রার্থীকে হারিয়েই কাউন্সিলর হন অলকা সেন মজুমদার ৷ কিন্তু, এ বার তাঁর প্রতিপক্ষ প্রাক্তন পৌরপ্রধান শিউলি মিদ্দা ৷ তাঁকে অলকা সেন মজুমদারের কঠিন প্রতিপক্ষ হিসেবেই মনে করা হচ্ছে ৷ শিউলি মিদ্দা এই 11নং ওয়ার্ড থেকেই এর আগে দু’বার জিতে পৌরপ্রধান হয়েছিলেন ৷ কিন্তু, নিজেকে হেভিওয়েট বলতে নারাজ তিনি ৷

বাঁকুড়া পৌরসভার 11নং ওয়ার্ডে দুই প্রাক্তন পৌরপ্রধানের লড়াই

আরও পড়ুন :Bengal Civic Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলের শক্ত ঘাঁটি 19 নম্বর ওয়ার্ডের দিকে নজর সকলের

তৃণমূল প্রার্থী অলকা সেন মজুমদার জানিয়েছেন, তিনি মানুষের ভাল সাড়া পাচ্ছেন ৷ তাঁর মতে, তৃণমূল ক্ষমতায় আসার আগে এই ওয়ার্ড উন্নয়নে নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল ৷ 2015 সালে তিনি জিতে এসে 11নং ওয়ার্ডকে উন্নয়নের কাজ করেছেন ৷ তবে, প্রাক্তন পৌরপ্রধান শিউলি মিদ্দাকে তিনি কঠিন প্রতিপক্ষ বলে মনে করেন না ৷ আর সেটাই মানুষই প্রমাণ করবে বলে দৃঢ় বিশ্বাস অলকা সেন মজুমদারের ৷

আর সিপিআইএম প্রার্থী জানালেন, বামপন্থীরা লড়াইটাকে সবসময় রাজনৈতিকভাবেই নেয় ৷ তাঁদের কাছে প্রতিপক্ষ কে ? সেটা কোনও বিষয় নয় বলে জানিয়েছেন তিনি ৷ মানুষের কাছে তিনি আগের সময় আর এখনের সময়ের ফারাত তুলে ধরতে চাইছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details