বাঁকুড়া, 16 ডিসেম্বর : 100 দিনের কাজ প্রকল্পে সম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে প্রথম হল বাঁকুড়া জেলা । 19 ডিসেম্বর দিল্লিতে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে পুরস্কার তুলে দেওয়া হবে ।
13 ডিসেম্বর 100 দিনের কাজ প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ই-মেলের মাধ্যমে বিষয়টি রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট জেলা শাসককে জানান । সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া । দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহার । বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত থেকে জেলা স্তর পর্যন্ত প্রতিটি কর্মী আন্তরিক চেষ্টা করায় এই সাফল্য এসেছে । জেলার মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের মাধ্যমে সম্পদ বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি ।