বাঁকুড়া, 15 অক্টোবর: ফুটবল যদি বাঙালির আবেগ হয়ে থাকে, সেই আবেগকে বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছেন বাঁকুড়ার ছাতনা ব্লকের দুমদুমি গ্রামের ভারতী মুদি । ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন একজন ফুটবলার হবার ৷ তিনি ভেবেছিলেন এই ফুটবলকে কেন্দ্র করে নিজের ভবিষ্যৎ রচনা করবেন । কিন্তু ফুটবলার হওয়ার ইচ্ছে পোষণ করলেও সমাজ তাকে বাধা দিয়েছিল । বিয়ের পর সংসার জীবনে আটকে পরে জীবন ।
স্বপ্ন পূরণ না হওয়ায় হাতাশা কুরে কুরে খাচ্ছিল ভারতী দেবীকে। তাই হতাশা কাটিয়ই শুরু হয় ভারতীর অন্য লড়াই ৷ তিনি নিজে পারেননি তো কী হয়েছে, থেমে যাননি । নিজের দেখা স্বপ্নকে বাস্তবায়িত করতে 2009 সাল তাঁর প্রজন্মদের নিয়ে শুরু করে দিয়েছিলেন একটি ফুটবল দল, যার প্রশিক্ষক ভারতী দেবী নিজেই । তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ 2009 থেকে 2023 সাল একইভাবে চলে আসছে এই ফুটবল প্রশিক্ষণ শিবির ।
প্রত্যেক সপ্তাহে নিয়মমাফিক মাঠে চলে ঘাম ঝরানোর অনুশীলন ৷ ইতিমধ্যেই ওই ফুটবল প্রশিক্ষণ শিবিরের মেয়েরা আন্তঃজেলা-সহ আন্তঃরাজ্য অনেক স্তরেই প্রতিযোগিতা করেছেন ৷ এখন তাঁর মেয়েদের স্বপ্ন আন্তর্জাতিক স্তরে খেলা, তাই খোলা আকাশের নিচে চলছে তাদের চেষ্টা । বর্তমানে 26 থেকে 27 জন মহিলা রয়েছে এই দলে । এই ফুটবলকে হাতিয়ার করে এই ফুটবল প্রশিক্ষণ শিবিরের মেয়েরা অনেকেই রাজ্য পুলিশের সিভিক পদে চাকরিও পেয়েছেন ।