পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bankura School Closed: একমাত্র শিক্ষক অসুস্থ থাকায় 7-8 মাস বন্ধ স্কুল, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা - বাঁকুড়া

Bankura School Closed for long time: শিক্ষক দুর্ঘটনার কবলে পড়ে অসুস্থ ৷ তাই স্কুল বন্ধ প্রায় সাত-আট মাস ধরে । পঠন পাঠন থেকে পরীক্ষা, মিড ডে মিল সবকিছুই শিকেয় উঠেছে । কী হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ? কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের ।

Bankura School Closed
একমাত্র শিক্ষক অসুস্থ থাকায় 7-8 মাস বন্ধ স্কুল

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:08 PM IST

একমাত্র শিক্ষক অসুস্থ থাকায় 7-8 মাস বন্ধ স্কুল

বাঁকুড়া, 25 অগস্ট: আজকের দিনে রাজ্যের স্কুল শিক্ষা দফতর শিক্ষার মান উন্নয়নের জন্য যেখানে একাধিক পরিকল্পনা গ্রহণ করছে, সেখানে সম্পূর্ণ উলট পুরাণ দেখা গেল বাঁকুড়ায় । স্কুলের একমাত্র অতিথি শিক্ষক একটি দুর্ঘটনার জেরে অসুস্থ ৷ তাই স্কুলে বন্ধ পড়াশোনা থেকে পরীক্ষা । এই ঘটনা বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের সাতমৌলী চাঁদবিলা জুনিয়র হাইস্কুলের ।

প্রায় সাত থেকে আট মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল । বাতিল হয়েছে পড়ুয়াদের পরীক্ষাও । স্কুলের পরিকাঠামো থাকলে কী হবে ? আসল কারিগরই তো নেই । অবিলম্বে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের একমাত্র অতিথি শিক্ষক অমিয় চক্রবর্তী, বহুদিন ধরে অসুস্থ রয়েছেন । সেই থেকে স্কুল বন্ধ । এই চাঁদবিলা জুনিয়র হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট 32 জন পড়ুয়া রয়েছে ৷ তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন ? এই বিষয়টি উপরমহলে একাধিকবার জানানোর পরও কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে জানাচ্ছে অভিভাবকেরা । স্কুল বন্ধের জেরে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হয়নি ৷ ফলে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে । অভিভাবকদের দাবি, দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলে পঠন পাঠন স্বাভাবিক করার ।

আরও পড়ুন:2 বছর ধরে নেই শিক্ষক, তালা ঝুলছে জুনিয়র হাইস্কুলে

বনশ্রী রুইদাস নামে এক অভিভাবক জানান, প্রায় সাত-আট মাসে ধরে বন্ধ রয়েছে এই স্কুল । ছেলে-মেয়েরা এখন বাড়িতেই টিউশনের ভরসায় পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছে । এরপরও কোনও উপায় না দেখলে দূরের স্কুলে ছেলে-মেয়েদের পড়ার জন্য পাঠাতে হবে, যা খুবই চিন্তার বিষয় ।

ছাত্রছাত্রীদের অভিযোগ, অন্যান্য স্কুলে পড়াশোনার সঙ্গে পরীক্ষাও হচ্ছে, আর তাদের স্কুল বন্ধ, তাই খারাপ লাগছে ।

বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযূষকান্তি বেরা বলেন, খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হবে । স্কুলের পঠন পাঠন স্বাভাবিক হবে ।

আশ্বাস তো এ বারেও মিলল, কিন্তু আদৌ কি কোনও সমাধানসূত্র মিলবে ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details