বাঁকুড়া, 17 অগস্ট: যাদবপুর-কাণ্ডে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলির যেন টনক নড়িয়ে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে অন্য কোনও প্রতিষ্ঠানে না ঘটে সেই বিষয়ে তৎপর প্রতিষ্ঠানগুলি ৷ বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষও অ্যান্টি ব়্যাগিং কমিটির সঙ্গে বৈঠক করেন ৷ অধ্যক্ষ ডা: পঞ্চানন কুন্ডুর নেতৃত্বে এই বৈঠক সম্পূর্ণ হয়েছে।
সুপার ডা: পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে তাদেরকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ গত 12ই অগস্ট অ্যান্টি ব়্যাগিং দিবস পালন করার কথা বলা হয়েছিল সেখানে। সেই অনুযায়ী একটা কমিটি গঠন করে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে ব়্যাগিং জন্য কী ধরনের আইন বা নির্দেশিকা রয়েছে সেগুলো সম্পর্কে তাঁদের অবগত করা, র্যাগিং আইনের বিভিন্ন ধারাগুলি তাঁদেরকে বোঝানো, ইত্যাদি কর্মসূচি পালন করা হয়েছে ৷
তিনি বলেন, "এটা মেডিক্যাল ইননস্টিটিউট ৷ এখানে ব়্যাগিং বিষয়টা নেই ৷ এখানে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ভালো সম্পর্ক ৷ আমাদের জুলাই মাসে ইউসিজি ও এনএমসি একটা নোটিশ পাঠিয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, 12 অগস্ট অ্যান্টি ব়্যাগিং দিবস পালন করতে হবে ৷ 12-18 অগস্ট অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ পালন করতে হবে ৷ এই সময়ে পড়ুয়াদের ব়্যাগিং সংক্রান্ত বিষয় নিয়ে সচেতন করা হয় ৷ এই সংক্রান্ত বিষয়ে কী কী আইন বা ধারা রয়েছে তা নিয়েও আলোচনা করা হয় ৷ পাশাপাশি, পোস্টার, ডকুমেন্টারি তৈরি ইত্যাদি বিষয় করা হয়েছে ৷"
আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ
পাশাপাশি তিনি জানিয়েছেন, যে সকল পড়ুয়া পাশ করে গিয়েছেন, যাঁরা এখানে কাজ করেন না, তাঁদের ইতিমধ্যে হস্টেল ছাড়ার কথা চিঠি দিয়ে জানানো হয়েছে ৷ হস্টেলগুলি ঘুরে ঘুরে দেখা হবে এখন কারা রয়েছেন ৷ এছাড়াও এখানে সিসিটিভির ব্যবস্থা নেই ৷ সেটাও যাতে বসানো হয়, সেই ব্যবস্থাও করা হচ্ছে ৷