পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণ ইস্তফা বাঁকুড়া সম্মিলনীর 48 হাউজ় স্টাফের

হাউস স্টাফদের অভিযোগ, তাঁদের মেডিসিন বিভাগের জন্য নেওয়া হলেও অন্যান্য বিভাগে কাজ করানো হচ্ছে । অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে । পাশাপাশি তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে কাউন্সেলিং-র দাবি করেন । এই বিষয়ে কলেজের অধ্যক্ষ তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা করতে চাননি । এরপর তাঁরা গণ ইস্তফা দিতে চান । যদিও তাঁদের আগে টার্মিনেট করার কারণে তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি কলেজের অধ্যক্ষ বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ।

bankura
bankura

By

Published : Jun 3, 2020, 8:24 PM IST

গণ ইস্তফা বাঁকুড়া সম্মিলনীর48হাউজ় স্টাফের

বাঁকুড়া, 3জুন : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজও হাসপাতালের48জনস্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করল কর্তৃপক্ষ । আজ তাঁরা তাঁদের বরখাস্ত মানতে চাননি ।অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ দেখান । অধ্যক্ষের কাছে তাঁরা গণ ইস্তফা দিতে চান।

হাসপাতালেবর্তমানে200-রবেশিPGTবাপোস্ট গ্রাজুয়েট রয়েছেন । এছাড়াও150জনের বেশি রয়েছেন ইন্টার্ন । প্রতিদিনকয়েক হাজার রোগীকে আউটডোর এবং জরুরি পরিষেবা দেওয়া হয় । কোরোনা পরিস্থিতিতেকলেজ কাউন্সিলের তরফে এপ্রিলের প্রথম সপ্তাহে48জন হাউজ় স্টাফ নিয়োগ করা হয় ।

হাউজ়স্টাফদের অভিযোগ,তাঁদেরমেডিসিন বিভাগের জন্য নেওয়া হলেও অন্যান্য বিভাগে কাজ করানো হচ্ছে । অতিরিক্তকাজের চাপ দেওয়া হচ্ছে । পাশাপাশি তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে কাউন্সেলিং-র দাবিকরেন । এই বিষয়ে কলেজের অধ্যক্ষ তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা করতে চাননি । এরপরতাঁরা গণ ইস্তফা দিতে চান । যদিও তাঁদের আগে টার্মিনেট করার কারণে তাঁদের সঙ্গেদেখা করতে রাজি হননি কলেজের অধ্যক্ষ বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ।

হাউজ়স্টাফ পায়েল রায় বলেন, “আমরাহাউস স্টাফ হিসেবে যোগ দিয়েছি কিন্তু কোনও কাউন্সেলিং হয়নি । আমাদের মেডিসিনবিভাগ ছাড়াও অন্যান্য ওয়ার্ডে ডিউটি দেওয়া হচ্ছে । এই অবস্থায় আমাদের প্রচণ্ডমানসিক চাপ তৈরি হচ্ছে তাই আমরা ইস্তফা দিতে এসেছি ।

অপরএক হাউজ় স্টাফ মুনির আলম বলেন, “জরুরি ভিত্তিতে আমরা যোগ দিয়েছিলাম । তখন বলা হয়েছিল পরেকাউন্সিলিং হবে । এখনও পর্যন্ত কাউন্সেলিং হয়নি উলটে আমাদের অতিরিক্ত কাজের চাপদেওয়া হচ্ছে ।

হাসপাতালেরমেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্যামল কুন্ডু বলেন, “48জন হাউজ় স্টাফ নিয়োগ করা হয়েছিল ।তাঁদের দুটি দলে ভাগ করা হয়েছিল । রোটেশন করে তাঁরা মেডিসিন বিভাগ বা ফিভারওয়ার্ড এবং জরুরি পরিষেবার ক্ষেত্রেও কাজ করছিলেন । তাঁদের সঙ্গে কথা বলে আমরাডিউটি রোস্টার বানিয়েছিলাম ।1জুন তাঁদের নতুন রোস্ট বানানোর সময় আসতে বলা হয়েছিল ।কিন্তু কেউ আসেননি । তাঁরা মেডিসিন বিভাগে কাজ করবেন না বলে জানিয়েছেন ।

কলেজেরনার্সিং সুপারিনটেনডেন্ট সরিতা পাল জানিয়েছেন,ফিভার ওয়ার্ড অথবা কোরোনা ওয়ার্ডেডিউটি থাকলে অনেকেই নিয়মিত সেখানে উপস্থিত হচ্ছেন না । ফলে বিশেষ প্রয়োজনে ফোনকরে তাঁদের ডাকতে হচ্ছে ।

বিষয়সম্পর্কে কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন,তাঁদের নিয়োগের সময় জানানো হয়েছিলমেডিসিন বিভাগ এবং ফিভার ওয়ার্ডে কাজ করতে হবে । তাঁদের বিরুদ্ধে কলেজ কাউন্সিলেরকাছে অভিযোগ জমা পড়ে ।1জুন নতুনরোস্টার বানানোর সময় কেউ হাজির হননি । ওঁরা মেডিসিন বিভাগে ডিউটি করতে চান না ।আমরা ওঁদের শোকজ় করি ।2জুনেরমধ্যে কাজে যোগ না দিলে তাঁদের বরখাস্ত করার কথাও জানানো হয় । ওঁরা নির্ধারিতসময়ে কাজে যোগ দেননি । তাই ইতিমধ্যেই ওঁদের বরখাস্ত করা হয়েছে । তাঁদের হোস্টেলছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে । বিষয়টি স্বাস্থ্যদপ্তরকেও জানানো হয়েছে বলেতিনি জানান ।

For All Latest Updates

TAGGED:

bankura news

ABOUT THE AUTHOR

...view details