পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তামিলনাড়ু থেকে টাকা-গয়না চুরি করে বাঁকুড়ায় ধৃত যুবক

তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে উদ্ধার হল 18 লাখ টাকা ও প্রায় লাখ টাকার সোনার গয়না ৷

উদ্ধার হওয়া গয়না

By

Published : Aug 1, 2019, 6:51 PM IST

Updated : Aug 2, 2019, 2:39 AM IST

বাঁকুড়া, 1 অগাস্ট : তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে উদ্ধার হল 18 লাখ টাকা ও প্রায় লাখ টাকার সোনার গয়না ৷ এই ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলার পুলিশ ৷ ধৃতের নাম বিকাশ কুমার রায় (20) ৷ তার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার কারাডিহা এলাকায় ।

বুধবার সকাল সাড়ে ন'টায় তামিলনাড়ুর কোয়েম্বাটুর কমিশনারেট থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের কাছে ফোন আসে৷ জানানো হয়, তামিলনাড়ু থেকে অভিযুক্ত যুবক টাকা ও গয়না নিয়ে বাঁকুড়ার দিকে রওনা দিচ্ছে ৷ অভিযুক্তর ছবিসহ বেশ কিছু তথ্য দেওয়া হয় বাঁকুড়া পুলিশকে । সকাল 11টা নাগাদ পটনা এক্সপ্রেস থেকে অভিযুক্ত বাঁকুড়া স্টেশনে নামে ও স্টেশন চত্বর ছেড়ে চলে যায় ৷

অন্যদিকে, ওই একই ট্রেনে প্রথম থেকেই তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল এবং একজন SI অনুসরণ করছিলেন বিকাশকে ৷ তারাই জানায় বিকাশ বাঁকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে ৷ স্টেশন সংলগ্ন ও শহর থেকে বের হওয়ার সমস্ত পয়েন্টে নজরদারি শুরু করে বাঁকুড়া পুলিশ । বিকেল চারটে নাগাদ বাঁকুড়া শহরের ফিডার রোড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন : হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ!

পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত যুবক প্রায় এক বছর ধরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করত । 29 জুলাই গৃহকর্তার অনুপস্থিতিতে গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় সে ৷ এরপর সেখান থেকে কোয়েম্বাটুর রেল স্টেশনে গিয়ে পটনা এক্সপ্রেসে ওঠে । গৃহকর্তা ঘটনাটি জানার পরই থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের পরই পুলিশি তল্লাশি শুরু হয় ৷ সঙ্গে রেল স্টেশনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হয় ।

সমস্ত ঘটনাটি বুঝতে পারার পর তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল ও একজন SI ওই একই ট্রেনে ওঠেন । এরপর তারা বিভিন্ন স্টেশনে বগি পরিবর্তন করে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন । এরপরই বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কোয়েম্বাটুর পুলিশের DCP মিস্টার বালাজি । খবর পাওয়ার পরই বাঁকুড়া পুলিশ একটি দল তৈরি করে স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করেন । বিকেল চারটে নাগাদ অভিযুক্তকে বাঁকুড়ার ফিডার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷

Last Updated : Aug 2, 2019, 2:39 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details