বাঁকুড়া, 15 সেপ্টেম্বর : বারে বারে এই পৃথিবীতে দেখা গিয়েছে মহামারি ৷ কখনও কলেরা, কখনও প্লেগ, কখনও গুটি বসন্ত তো কখনও ম্যালেরিয়া ৷ একের পর মহামারির সাক্ষী থেকেছে বিশ্ব ৷ আর এখন চলছে করোনা ভাইরাসের (Coronavirus) তাণ্ডব ৷ তবে মহামারী শুধু প্রাণঘাতীই নয়, এটি মল্লভূমের এক প্রাচীন দেবীও ৷
এই পুজোর শুরু করেছিলেন 49তম মল্লরাজ বীরহাম্বির । বিষ্ণুপুর রাজ পরিবারের কূলদেবী মৃণ্ময়ী দেবীর পুজোর সময় মহানবমীর নিশুতি রাতে পূজিত হন মহামারি দেবী (Mahamari Puja)৷ এই পুজোর একমাত্র সাক্ষী থাকতেন শুধু রাজা ও রাজপুরোহিত ৷ এখনও নিয়ম-মাফিক রাজপরিবারে সদস্য এবং রাজপুরোহিতই মহামারি দেবীর পূজোর সময়ে উপস্থিত থাকেন ।
এই পুজোকে কেন্দ্র করে কথিত আছে এক অলৌকিক কাহিনি ৷ মহারাজা বিরহাম্বির কোনও এক নিশুতি রাতে দুর্গ পরিদর্শনে বেরিয়েছিলেন ৷ তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পান ৷ এক দেবীকে খচ্চরে চেপে ঘুরে বেড়াতে দেখে নাকি রাজা তাঁকে ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করেন তিনি কে ? প্রশ্নের উত্তর না-মেলায় মহারাজা রেগে গিয়ে রাজসৈনিক দিয়ে সেই দেবীকে বন্দি করেন । এরপর আবার জানতে চাওয়া হলে তিনি নাকি বলেন, "আমি মহামারি দেবী ৷ মৃন্ময়ী পুজোর নবমীর রাতে আমাকেও পুজো করবে ৷"