বাঁকুড়া, 3 ডিসেম্বর : শীতকাল মানেই নলেন গুড় ৷ আর সেই গুড় থেকে তৈরি নানান সুস্বাদু খাবারের সময় ৷ আর হেমন্তের শেষে শীত পড়তেই গ্রামেগঞ্জে খেজুরের রস পাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন শিউলিরা (যাঁরা খেজুরের গাছ থেকে রস পাড়েন) ৷ বাঁকুড়ার শিউলিরাও খেজুরের রস দিয়ে নলেন গুড় তৈরির কাজ শুরু করে দিয়েছেন (Bankura Nolengur Story) ৷ এমনকি খেজুরের রসের জোগানও পরিমাণ মতো হচ্ছে ৷ কিন্তু, লাভের মুখ দেখছেন না তাঁরা ৷ আর এর জন্য দায়ী করেছেন বাজারে ভেজাল গুড় বা সেন্ট মেশানো সস্তার নলেন গুড় চলে আসাকে ৷
ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে খেজুর গাছে ওঠা ৷ সেখানে আগের দিনের ঝুলিয়ে রাখা রসের হাঁড়ি নামিয়ে, নতুন হাঁড়ি ঝোলানো ৷ দীর্ঘ পরিশ্রমের মধ্যে দিয়ে রস পাড়া এবং সেই রস নামিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই রসকে আগুনের আঁচে ফুটিয়ে খেজুরের গুড় বা নলেন গুড় তৈরি করেন শিউলিরা ৷ কিন্তু, এত পরিশ্রমের দাম সেভাবে তাঁরা পাচ্ছেন না বলেই অভিযোগ ৷ এক শিউলি জানাচ্ছেন, বাজারে গুড় বিক্রি করতে গেলে ন্যায্য দাম পাচ্ছেন না ৷ প্রয়োজনের তুলনায় অনেক কম দাম পাচ্ছেন তাঁরা ৷ এর মূল কারণ বাজারে ভেজাল নলেন গুড়ের জোগান ৷