বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি: রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । সেই কারণে সব দলই প্রচার চালাতে মরিয়া । ইতিমধ্যেই শাসক-বিরোধী সব দল প্রার্থী তালিকা চূড়ান্ত করে ময়দানে নেমে পড়েছে । বাঁকুড়া শহরের (Bankura Municipal Polls 2022) মোট পৌরসভার সংখ্যা হল 24 । 2019-এর লোকসভা ভোটে এই 24টির মধ্যে 23টি পৌরসভা এলাকাতেই জয়জয়কার ছিল বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটে বাঁকুড়ার 24টির মধ্যে মাত্র 7টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ।
বাঁকুড়াবাসীর (Bengal civic polls 2022) যে ওয়ার্ডের দিকে নজর, তা হল 16 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডেই বাঁকুড়ার সাংসদ এবং বিধায়কের বাড়ি । বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রিশেখর দানা ছিলেন এখানকার বিদায়ী কাউন্সিলর। এই ওয়ার্ড থেকে তিন তিনবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি (BJP MLA will not be candidate in his ward)। এইবারেও তাঁর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে। কিন্তু হঠাৎই নিজেকে ওই ওয়ার্ডের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন তিনি ৷ তৃণমূলের দাবি, মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়ার পর মানুষের বিপদে এবং কাজে বিধায়ককে আর দেখতে পাওয়া যায় না ৷ তাই পৌরসভার ভোটে প্রার্থী হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে, এই ভয়েই তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ।
আরও পড়ুন:Bankura Municipal Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর