দুর্গাপুর, 18 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন ভাতা দেওয়ার ঘোষণার পরে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল রাজ্যজুড়ে । কিন্তু আজ থেকে বহু বছর আগে থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে (Mukutmanipur) পরেশনাথ শিব মন্দিরের পুরোহিতরা সরকারি ভাতা ও বেতন পাচ্ছেন । বিধানচন্দ্র রায়ের আমলে খরা কবলিত রাঙ্গামাটি বাঁকুড়াতে কাঁসাই ও কংসাবতী নদীর জলকে ধরে রেখে তা সেচের কাজে লাগানোর জন্য তৈরি হয়েছিল মুকুটমণিপুর জলাধার । কথিত ইতিহাস অনুযায়ী, সেই সময় এই জলাধার নির্মাণের কারণে প্রায় 157টি গ্রামের বাসিন্দাদের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছিল । তারপরেই শুরু হয়েছিল বাঁধ নির্মাণের কাজ । আর সেই সময় মাটির নীচ থেকে বেরিয়ে আসে জৈন সভ্যতার বহু নিদর্শন ।
ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি মুকুটের আকৃতির রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত । এই টিলার ওপরেই রয়েছে পরেশনাথ শিবলিঙ্গ (Mukutmanipur Pareshnath Temple)। জৈন সভ্যতার যে নিদর্শনগুলি মাটির নীচ থেকে বেরিয়ে এসেছিল, তার গুটিকতক এই পরেশনাথ শিব মন্দিরের রাখা হলেও বাকিগুলি সেই সময় দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল ।