পশ্চিমবঙ্গ

west bengal

দলমত নির্বিশেষে সকলের সুস্থতা কামনায় যজ্ঞ বাঁকুড়ার বিধায়কের

করোনা আবহে শুধু নিজের দল নয়, সমস্ত দলের পাশাপাশি সাধারণ মানুষের সুস্থতা কামনায় যজ্ঞের আয়োজন করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ৷ শনিবার সকাল থেকে পাতাকোলা শ্মশান মন্দিরে পুজো দিলেন তিনি ৷ সঙ্গে আয়োজন করা হয়েছিল যজ্ঞেরও ৷

By

Published : May 22, 2021, 7:20 PM IST

Published : May 22, 2021, 7:20 PM IST

যজ্ঞে বসলেন বাঁকুড়ার বিধায়ক
যজ্ঞে বসলেন বাঁকুড়ার বিধায়ক

বাঁকুড়া, 22 মে : সকলের মঙ্গল কামনায় বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দির পুজো দিলেন ও যজ্ঞ করলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শনিবার সকাল থেকেই চলে এই কর্মসূচি ৷

করোনা প্যানডেমিক গ্রাস করেছে গোটা বিশ্বকে । প্রতিদিন বহু সহ-নাগরিককে হারাচ্ছি আমরা । এই পরিস্থিতিতে বিজেপির সমস্ত নেতা-কর্মী-সমর্থকের পাশাপাশি বাকি সব রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষের মঙ্গল কামনায় শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শুধু মন্দিরে পুজো নয়, এই প্যানডেমিক থেকে যাতে মানুষ মুক্তি পান সেই প্রার্থনায় যজ্ঞের আয়োজনও করা হয় ওই মন্দিরে ।

পরে নীলাদ্রিশেখর দানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "করোনাকে কেন্দ্র করে মৃত্যু মিছিল চলছে ৷ আমাদের বিজেপির যত নেতা, মন্ত্রী, কর্মী-সমর্থক আছেন তাঁদের জন্য পাশাপাশি বিরোধী দলের নেতা, কর্মী-সমর্থক সবার সুস্থতা কামনায় এই পুজোর আয়োজন করা হয়েছে ৷ বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মায়ের কাছে বিজেপির পাশাপাশি তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকল রাজনৈতিক দলের সদস্যরা যেন সুস্থ ও স্বাভাবিক ভাবে শান্তিতে থাকতে পারেন মায়ের কাছে এই প্রার্থনা জানালাম ।" তাঁর বিশ্বাস, এর ফলে গোটা বিশ্ব থেকে করোনা দূর হবে ।

শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে মানুষের সুস্থতা কামনায় যজ্ঞে বসলেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ চরম ভুল, মমতার কাছে ক্ষমাপ্রার্থী সোনালি

ABOUT THE AUTHOR

...view details