বাঁকুড়া, 19 নভেম্বর: নাম- শ্রীকান্তিকুমার দত্ত ৷ কিন্তু রেশন কার্ডে (Ration Card) দত্ত বদলে গিয়ে হয়ে গিয়েছে শ্রীকান্তিকুমার ‘কুত্তা’ ৷ সেই ভুল সংশোধন করাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল বাঁকুড়ার শ্রীকান্তি ৷ কারণ, তিনি একটাও কথা বলেননি ৷ বরং দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে কুকুরের মতো ঘেউ ঘেউ করে বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র পিছুপিছু ঘুরলেন কিছুক্ষণ ৷ তার পর হাতে তুলে দিলেন তাঁর নথি ৷
2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ভোটে জিতে আসার পর তিনি জানান, বছরে তিনবার করে হবে এই শিবির ৷ চলতি মাসে এই বছরের তৃতীয় শিবির চলছে বিভিন্ন জেলায় ৷ বাঁকুড়া-2 ব্লকেও চলছে এই শিবির ৷ সেখানেই রেশন কার্ডে পদবি সংশোধন করতে আসেন স্থানীয় কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তিকুমার দত্ত ৷
তাঁর অভিযোগ, রেশন কার্ডের নাম নিয়ে তিনি কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন ৷ কারণ, প্রথমেই ভুল পদবি এসেছিল ৷ তার পর যতবার সংশোধন করাতে গিয়েছেন, ততবারই কিছু না-কিছু ভুল হয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, প্রথমবার তাঁর পদবি দত্তর বদলে করে দেওয়া হয় মণ্ডল ৷ দুয়ারে সরকারের শিবিরে গিয়ে তিনি তা সংশোধন করান ৷ সংশোধিত রেশন কার্ড হাতে পান ৷ সেখানে আবার দেখা যায় তাঁর নাম হয়ে গিয়েছে শ্রীকান্ত ৷