পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Attack in Bankura : বাঁকুড়ায় হাতির হানায় প্রৌঢ়ের মৃত্যু - bankura news

প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির (Elephant Attack in Bankura) ৷ বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ফুলবাড়ি এলাকার ঘটনা ৷

Bankura Elephant Attack News
বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির

By

Published : Apr 1, 2022, 8:55 PM IST

বেলিয়াতোড়, 31 মার্চ : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির (Bankura man died in elephant attack) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় । মৃত ব্যক্তির নাম রবি রায় (62)।

শুক্রবার ভোরে ফুলবাড়ির বাসিন্দা রবি রায় স্থানীয় বড় বাঁধ এলাকায় প্রাতঃকৃত্য সারতে যান ৷ সেই সময় একটি হাতি তার সামনে চলে আসে ৷ এরপরেই হাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রবিবাবু । গুরুতর অবস্থায় আহত তাঁকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

শুক্রবার ভোরে হাতির হানায় মৃত্যু হয় ফুলবাড়ির রবি রায়ের

এই ঘটনায় মৃতের বৌমা প্রার্থনা রায় বলেন, "প্রতিদিনই প্রায় হাতি আসে ৷ আমরা রাতে ঘুমাতে পারি না ৷ বন দফতরকে বলেও কোনও লাভ হয় না ৷ হাতির আক্রমণে অনেক মানুষ মারা যাচ্ছেন, ফসলের ক্ষতি হচ্ছে ৷ সন্ধের পর বাইরে বেরোতে ভয় করে হাতির জন্য ৷

আরও পড়ুন :Elephant Death: ফের হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়

ABOUT THE AUTHOR

...view details