বেলিয়াতোড়, 31 মার্চ : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির (Bankura man died in elephant attack) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় । মৃত ব্যক্তির নাম রবি রায় (62)।
শুক্রবার ভোরে ফুলবাড়ির বাসিন্দা রবি রায় স্থানীয় বড় বাঁধ এলাকায় প্রাতঃকৃত্য সারতে যান ৷ সেই সময় একটি হাতি তার সামনে চলে আসে ৷ এরপরেই হাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রবিবাবু । গুরুতর অবস্থায় আহত তাঁকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।